নলছিটিতে কিশোর অপরাধ! তারুণ্যের নলছিটি’র উদ্বেগ
মোঃ রিয়াদ গাজী, নলছিটি ঝালকাঠিঃ আমরা অতি উদ্বেগের সাথে লক্ষ করেছি সাম্প্রতিক সময়ে নানা ধরনের অপরাধে জড়িয়ে আরও বেপরোয়া হয়ে উঠছে নলছিটির স্কুলগামী শিশু-কিশোররা । একে অপরের ক্ষমতা দেখাতে কয়েকজন মিলে পাড়া-মহল্লা কেন্দ্রীক বেনামে গ্রুপ গড়ে তুলছে। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, মাদক ও প্রেম নিয়ে বিরোধের জেরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছে। কিশোরদের সাম্প্রতিক চায়না মাঠে […]