কেশবপুরের বৃক্ষ প্রেমিক মিজান ৬ হাজার তাল গাছ লাগিয়ে আলোড়ন সৃষ্টি করেছে
কেশবপুর উপজেলার মেহেরপুর গ্রামের জনৈক মৃত আকবার আলী সরদারের ছেলে মোঃ মিজানুর রহমান মিজান পেশায় একজন জমি মাপা (সার্ভেয়ার) হলে শুধুমাত্র সদকায়ে জারিয়ার ছওয়াবের উদ্দেশ্য তিনি ২০০৮ সাল থেকে কেশবপুর উপজেলার মেহেরপুর, মির্জাপুর ও বিষ্ণুপুর গ্রামের ওয়াপদা ( বর্তমান চলাচলের রাস্তা) ভেড়ি বাধেঁর দু ‘ পাশ দিয়ে প্রায় সাড়ে ৬ কিলোমিটার ও কপোতাক্ষ নদ খননের […]