যে মন্দিরে ভক্তদের চুল বিক্রি করে বছরে আয় ১৫০ কোটি রুপি!
ভক্তদের মাথার চুল বিক্রি করে মন্দিরের আয় বছরে ১৫০ কোটি রুপি। প্রতি বছর শত শত টন চুল বিক্রি করে বিপুল এই অর্থ আয় করে ভারতের তিরুপতি বালাজি মন্দির। খবর ইন্ডিয়া টুডের। প্রতিবেদনে বলা হয়, ইচ্ছা পূরণ হওয়ার পর সাধারণত মন্দিরটিতে চুল দান করেন ভক্তরা। আর সেই চুল বিক্রি করে বিশ্বের অন্যতম সম্পদশালী মন্দিরে পরিণত হয়েছে […]