ভারতের কানপুরে তীর্থযাত্রী বোঝাই ট্রাক্টর পুকুরে: নিহত ২৬
ভারতের কানপুরে ঘাটমপুর এলাকায় শনিবার রাতে তীর্থযাত্রী বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে কমপক্ষে ২৬ জন প্রাণ হারান। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। ট্রাক্টরটিতে ৫০ জন যাত্রী ছিলেন। খবর আনন্দবাজার পত্রিকার। উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফিরছিলে তীর্থযাত্রীরা। কানপুরের কাছে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তার পর একটি পুকুরে পড়ে যায় […]