২৪ লেন্স এক ক্যামেরার!
দূর মহাকাশে নক্ষত্রের ছবি তুলতে ক্যামেরার ২৪টি লেন্স এক করে ‘ড্রাগনফ্লাই টেলিফটো অ্যারে’ তৈরি করেছেন একদল গবেষক। লেন্সগুলো জাপানি প্রতিষ্ঠান ক্যাননের ‘ইএফ ৪০০ এমএম এফ/২.৮’ সিরিজের। ড্রাগনফ্লাই টেলিফটো অ্যারে মূলত টেলিস্কোপ, যাতে ক্যাননের ৪০০ মিলিমিটার লেন্সগুলো যুক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি ও কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোর গবেষক দলটি সে টেলিস্কোপের প্রথম নকশা করে ২০১৩ […]