ওজন বেশি হওয়ার জন্য আমি নাকি সঙ্গমে সক্রিয় নই : রোশন
দু-বছরের ব্যাবধানে দুর্গাপুজাটা এক্কেবারে বদলে গিয়েছে রোশন-শ্রাবন্তীর জীবনে। গত বছর শ্রাবন্তীর দুর্গাপুজোয় আবাসনের পুজোতে রোশনের দেখা না পাওয়া যাওয়ার পরেই দুজনের বিচ্ছেদের গুঞ্জন সামনে এসেছিল। এরপর সময় যত গড়িয়েছে ততই দুজনের দাম্পত্য কহল প্রকাশ্যে এসেছে। সামানাসামনি কাদা ছোঁড়াছুঁড়িও কম হয়নি। তবে রোশন সিং মাস কয়েক আগেও প্রকাশ্যে সংবাদমাধ্যমের সামনে জানিয়েছিলেন শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে আগ্রহী […]