করোনার মহাবিপর্যয়ে সানজিদা জেরিনকে মিস করছে মনিরামপুর বাসি
মাবিয়া রহমান |বিশেষ প্রতিনিধিঃ সানজিদা জেরিন,, এক অদম্য হার না মানা নারী। তার নামটি মনিরামপুর বাসীর কাছে মোটেও অচেনা নয়। রাস্তাঘাট থেকে শুরু করে সমাজের নিম্নবর্তী হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন সর্বদা। মনিরামপুরের জন-কল্যাণমুখী অনেক কাজেই তার ভূমিকা অপরিসীম। মহামারি করোনা ভাইরাসে যখন সারাদেশ শিহরিত, থমকে গেছে জনজীবন, অনাহারে কাটছে হতদরিদ্র পরিবারগুলো। ঠিক তখনই এই […]