মাগুরা জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাড. হাসান সিরাজ সুজার দাফন সম্পন
মোঃ রাশিদুল ইসলাম,মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলা জাতীয় পার্টির আহবায়ক, জেলা বারের সিনিয়র আইনজীবী এ্যাডভােকেট হাসান সিরাজ সুজার দাফন সম্পন্ন হয়েছে। সােমবার বাদ জােহর মাগুরা সদর উপজলার পারনান্দুয়ালী য়ালী বাস টার্মিনাল জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে নিজ গ্রাম পারনান্দুয়ালী মােল্যাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। হাসান সিরাজ সুজার ছােটভাই সাংবাদিক হাসান সিরাজ জানান, গত ১ জুলাই […]