অভিনেত্রী দিলারা জামান আজ ৮০ বছর পরিপূর্ণ করে ৮১তে পা রাখছেন
একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান আজ ৮০ বছর পরিপূর্ণ করে ৮১তে পা রাখছেন। জীবনের এই লগ্নে তার মেয়ে ডা. তানিরা তার সঙ্গেই আছেন। ৮০ বছরপূর্তিতে বিশেষ কোনো আয়োজন নেই পারিবারিকভাবে। আবার দিলারা জামানের মনটাও এ মুহূর্তে ভীষণ খারাপ। কারণ সিলেট-সুনামগঞ্জে বন্যায় লাখ লাখ মানুষ ভীষণ দুর্ভোগে আছে। তিনি দোয়া করেন […]