চিপ সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা: প্যাট গেলসিঙ্গা
চিপ সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ইনটেল প্রধান প্যাট গেলসিঙ্গা। তিনি বলেন, ২০২৩ সাল পর্যন্ত থাকবে বলে আগেই ধারণা করেছিলাম আমরা। এখন আমরা ঘাটতির প্রভাব এখন যন্ত্রাংশের ওপর পড়ছে এবং কিছু কারখানা চ্যালেঞ্জের মুখে পড়বে। তিনি আরও জানান, চিপ সংকটের বিষয়টি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। সকল ধরনের চিপের ওপর সমান প্রভাব পড়ছে- […]