রহস্যময় দরজার দুই পাশে জড়িয়ে পাহাড়া দিচ্ছে দুই নাগ
এক রহস্যময় দরজার দুই পাশে জড়িয়ে পাহাড়া দিচ্ছে দুই নাগ। যুগ যুগ ধরে নাগ দুটি এভাবেই পাহাড়া দিচ্ছে কেরালার তীর্থস্থান পদ্মনাভস্বামী মন্দির। মন্দিরের গায়ে খোদাই করা নাগ দুটির মূর্তি। দরজার পেছনে আছে অতুল ঐশ্বর্য। ৫০০০ বছরের প্রাচীন মন্দির কেরালার তিরুবনন্তপুরমের পদ্মনাভস্বামী মন্দির। কলিযুগের শুরুর দিনের মন্দিরটিতে আছে ধনরত্নে পরিপূর্ণ মোট ছয়টি গুপ্ত দরজা। কথিত আছে […]