নাটোরে দুধ মাটিতে ঢেলে প্রতিবাদ
নাটোরের সিংড়ায় লকডাউনের কারণে বাহির থেকে দুধ ব্যাবসায়ী না আসায় এবং দুধের ন্যায্য দাম না পাওয়াতে দুধ মাটিতে ঢেলে প্রতিবাদ করেছে দুগ্ধ খামারীরা। আজ শনিবার সকালে উপজেলার কলম ইউনিয়নের বাহাদুরপুর বটতলা এলাকায় প্রায় ৩০ জন দুগ্ধ খামারী মাটিতে দুধ ঢেলে এই প্রতিবাদ জানান। খামারীরা জানায়, দুধের দাম ৫০ থেকে ৬০ টাকা লিটার হলেও চলমান লকডাউনের […]