ইলিয়েনা রবির সিনেমায় কোমর দোলাবেন
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি তেজা। বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এ তালিকায় রয়েছেন—‘রামা রাও অন ডিউটি’। এরই মধ্যে সিনেমাটির কয়েকটি শিডিউলের শুটিংয়ে অংশ নিয়েছেন রবি তেজা। সিনেমাটিতে একটি আইটেম গান রাখা হয়েছে। তাতে কোমর দোলাবেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ। গালতে ডটকমে সিনেমাটির একটি সূত্র বলেন—‘এর আগে […]