নাইটহুড সম্মাননায় ভূষিত সেনাবাহিনীর এক বিগ্রেডিয়ার পেঙ্গুইন!
সেনাবাহিনীতে ‘রেজিমেন্টাল পেট’ বা রেজিমেন্টের প্রাণী নামে একটি বিশেষ পদমর্যাদা আছে। নরওয়ের রাজার দেহরক্ষী বাহিনীরও আছে তেমন একটি বিশেষ পদ। রাজার দেহরক্ষী বাহিনীর সেই পদে আসীন হয়েছে ‘নিলস ওলাভ’ নামের একটি পেঙ্গুইন। এটিকে দেয়া হয়েছে ‘স্যার’ উপাধীও। স্যার নিলস ওলাভ এখন রেজিমেন্টের কর্নেল ইন চিফ পদে রয়েছে। ঘটনার শুরু ১৯১৩ সালে, যখন স্কটল্যান্ডের রাজধানী এডেনবার্গে […]