নতুন প্রেমিককে নিয়ে যা বললেন শ্রুতি হাসান
প্রেম হোক বা ব্রেক-আপ সবকিছু নিয়েই ‘খোলামেলা’ শ্রুতি হাসান। নিন্দুকদের উপযুক্ত জবাব দিতেও জুড়ি মেলা ভার কমল হাসান কন্যার। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘যেমন খুশি প্রশ্ন কর’ সেশনের আয়োজন করেছিলেন অভিনেত্রী, সেখানে ভক্তদের নানান প্রশ্নের জবাব দিতে দেখা গেল শ্রুতিকে। সুযোগের সদ্বব্যবহার করে এক ট্রোলার শ্রুতিকে বাঁকা প্রশ্ন করে বসেন। ছেড়ে দেওয়ার পাত্রী নন এই দক্ষিণী সুন্দরী, […]