সিরিয়াল কিলার ‘দ্য সার্পেন্ট’ এখন ফ্রান্সে
নেপালের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ফ্রান্সে পৌঁছেছেন ‘দ্য সার্পেন্ট’ নামে পরিচিত চার্লস সবরাজ। উত্তর আমেরিকার দুই পর্যটককে হত্যার দায়ে ২০০৩ সাল থেকে নেপালের কারাগারে ছিলেন এই কুখ্যাত খুনি। খবর রয়টার্স। ৭০-এর দশকে এশিয়া জুড়ে ২০ পর্যটক খুনের ঘটনায় সার্পেন্টের জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। নেপালের আগে তিনি ভারতেও দীর্ঘদিন কারা ভোগ করেছেন। এমনকি কারারক্ষীকেও […]