মহালয়া জানান দিচ্ছে দুর্গাপুজার আগমনী বার্তা
(দেবাশীষ চক্রবর্ত্তী বাবু): সনাতন ধর্মালম্বিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজা। সারা বছর এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে সনাতন ধর্মালম্বিরা। ৫দিনের উৎসব কে কেন্দ্র করে তাদের মধ্য উৎসবের আমেজ বিরাজ করছে। আজ মহালয়াই জানান দিচ্ছে শারদীয়া দুর্গাপুজার আগমনী বার্তা। কলারোয়ার ৪৫ টি মন্দিরে চলছে ডেকোরেশনের কাজ। রং তুলির কাজ কোথাও শেষ, কোথাও চলমান রয়েছে, ৭ […]