বিলুপ্তির পথে বসন্তে চোখ ধাঁধানো সৌন্দর্য শিমুল ফুল
শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধি : এখন ফাল্গুন মাস।শিমুল ফুলের লাল পাপড়ি মেলে সৌন্দর্য বিলাচ্ছে। দূর থেকে হঠাৎ দেখলে মনে হয় কেহ লাল গালিচা বিছিয়ে রেখেছেন। গাছজুড়ে টকটকে লাল শিমুল ফুল।সুবাস না থাকলেও সৌন্দর্যে মুগ্ধ সবাই। গাছগুলোতে পাখপাখালি আর মৌমাছিদের আনাগোনা চোখে পড়ার মত। তবে এ অপরূপ সাজ সজ্জিত শিমুল গাছ ও ফুল প্রায় […]