নরেন্দ্রপুরে এসএসসি’৯৫ ও এইচএসসি’৯৭ ফাউন্ডেশনের পক্ষে কম্বল বিতরণ
মহিউদ্দিন সানি (নরেন্দ্রপুর, যশোর থেকে) | “বন্ধুরা এসো শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই, আর্তমানবতার সেবায় এগিয়ে আসি, শীতার্তদের পাশে থেকে বন্ধুত্বের জয় হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসএসসি’৯৫ ও এইচএসসি’৯৭ ফাউন্ডেশনের যশোর জেলা শাখার বন্ধুদের উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা গ্রামের জামতলায় স্থানীয় দরিদ্র নারী-পুরুষের হাতে […]