জঙ্গি নাকি যোদ্ধা- মনিরুল ইসলাম মুকুল
“ঈশ্বর অতীত পাল্টাতে না পারলেও ইতিহাসবিদরা পারেন।” স্যামুয়েল বাটলারের এই বিখ্যাত উক্তি যেন কিছুটা ইতিহাসবিদদের অপরিপক্কতাকেই নির্দেশ করে। আবার হুমায়ুন আজাদ বলেছেন, “ইতিহাস হচ্ছে বিজয়ীর হাতে লেখা বিজিতের নামে একরাশ কুৎসা।” খুব একটা ভুল বলেননি হুমায়ুন আজাদ। মানবসভ্যতার ইতিহাসে জয় পরাজয়ের গল্প থাকলেও, ইতিহাসবিদরা পরাজয়ের গল্পগুলো লিখতে খুব একটা স্বাচ্ছন্দবোধ করেন না। কেননা পরাজয়ের গল্পের […]