মোশাররফ করিম হিটলার চরিত্রে
দুই অটোরিকশার মালিক মোশাররফ করিম। ভাড়ার টাকায় সংসার চলে তার। কিন্তু অলস সময় কাজে লাগানোর জন্য বাজারের শেষ মাথায় একটি বইয়ের দোকান দেন। কিন্তু কোনো ক্রেতা নেই দোকানে। একদিন মোশাররফ করিম দোকানে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েন এবং একটি স্বপ্ন দেখে তার ঘুম ভাঙে। তারপর শুরু হয় বিপত্তি। দোকানের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য উদ্ভট সব […]