সন্দেহভাজন মানব পাচারকারী চক্রের নারী সদস্য আটক
শেরপুর সদরের চরমোচারিয়া মাঝপাড়া এলাকা থেকে সন্দেহভাজন মানব পাচারকারী চক্রের নারী সদস্য জরিনা আক্তারকে আটক করেছে পুলিশ। এসময় কামারচরে জরিনার বাবার বাড়ি থেকে মালা নামে এক কিশোরীকেও উদ্ধার করা হয়ে। রোববার (১৮ জুলাই) বিকেলে তাকে আটক ও কিশোরীকে উদ্ধার করা হয়। ঘটনার পর র্যাবের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, এক মাসে আগে কিশোরী […]