নায়রোবি মাছির আতঙ্ক ভারতে
বর্তমানে ভারতের সিকিমজুড়ে ছড়িয়ে পড়ছে নায়রোবি মাছির আতঙ্ক। দেশটির শীর্ষ স্থানীয় কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, সিকিম মনিপাল ইনস্টিটিউট অব টেকনোলজি ক্যাম্পাসের প্রায় ১০০ শিক্ষার্থীর ত্বকে এই মাছির কারণে সংক্রমণ দেখা দিয়েছে। পতঙ্গবিদদরা বলছে, এই মুহূর্তে সিকিমের আবহাওয়া এবং তাপমাত্রা এই পতঙ্গের বেড়ে ওঠার পক্ষে অনুকুল। ওই প্রতিবেদনে কলেজ কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে, সংক্রমিত […]