বৃন্দাবনের যে বনে আজও গভীর রাতে রাধা-কৃষ্ণের রাস লীলা হয়।
প্রতিবেদন টি করছেন: নিরব কুমার দাস…. ভারতের অধিকাংশ স্থানই তার অতীত ইতিহাস বর্ণনা করে। অনেক স্থান আবার ধর্মীয় ঘটনা, ইতিহাস-ঐতিহ্যের জানান দেয়। এমনই একটি স্থান হচ্ছে বৃন্দাবনের নিকট অবস্থিত নিধি বন বা নিধু বন। এই বনকে মধুবনও বলা হয়। এই বনকে অনেক সনাতন ধর্মাবলম্বীরা পবিত্র ও ধর্মীয়ভাবে রহস্যজনক ভেবে থাকেন। নিধি বন কেন রহস্যজনক বা […]