পানিতে নিমজ্জিত মসজিদ তিন দশক পর বেরিয়ে এসেছে
ভারতের বিহার রাজ্যের নওয়াদা জেলায় খরার প্রভাবে ফুলওয়ারিয়া বাঁধের পানিতে নিমজ্জিত একটি মসজিদ তিন দশক পর বেরিয়ে এসেছে। ফুলওয়ারিয়া বাঁধ সংলগ্ন খালের দক্ষিণ প্রান্তের পানি শুকিয়ে যাওয়ায় রাজৌলি চিরাইলা গ্রামের একটি নিমজ্জিত মসজিদ দৃশ্যমান হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের বিহার রাজ্যের নওয়াদা জেলার ফুলওয়ারিয়া বাঁধের […]