জিয়াউদ্দিন আলম নির্মাণ করেছেন নাটক ‘বেশরম’
চলতি সময়ে নাটকে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসিত নিলয় আলমগীর ও জান্নাত আক্তার হিমি। এই জুটিকে নিয়ে জিয়াউদ্দিন আলম নির্মাণ করেছেন ‘বেশরম’ নামের একটি নাটক। রোমান্টিক, কমেডি, পারিবারিক গল্পের নাটকটি গত ২৭ ফেব্রুয়ারি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। ফেরারী ফরহাদের রচনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন- সাবেরী আলম, রকি খান, শাহাবাজ সানি, বাশরী , মোস্তাক […]