নেপোটিজম ইস্যুতে আলিয়ার কড়া জবাব
বলিউডে নেপোটিজম বা স্বজনপোষণের কথা উঠলেই আলিয়া ভাটের নাম চলে আসে সবার আগে। সোশ্যাল মিডিয়ায় নেপোটিজম জন্য অসংখ্যবার ট্রোলের শিকারও হয়েছেন এই অভিনেত্রী। তবে এতদিন চুপ থাকলেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মহেশভাট কন্যা। নিজের দুর্দান্ত কাজ দিয়ে দর্শক মনে আলাদা করে জায়গা করে নেয়া আলিয়া কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, নেপোটিজমের মতো বিতর্ক নিজের কাজ […]