নেহা হলেন পুত্র সন্তানের মা
সুখবর দিলেন জনপ্রিয় বলিউড তারকা নেহা ধুপিয়া ও আঙ্গাদ বেদী। বাস্তবের এই জুটি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। তাদের ঘর আলো করে এসেছে ফুটফুটে ছেলেসন্তান। নতুন অতিথিকে স্বাগত জানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নেহা ধুপিয়া ও আঙ্গাদ বেদী দম্পতি। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে অঙ্গাদ বেদী লিখেছেন, ঈশ্বরের আশীর্বাদে আমাদের একটি পুত্র সন্তান […]