মানহানির মামলা করলেন নোরা ফাতেহি
জ্যাকলিন ফার্নান্দেজের বিরুদ্ধে মানহানির মামলা করলেন তার সহকর্মী নোরা ফাতেহি। শুধু জ্যাকলিন নন, বেশ কিছু মিডিয়ার নামেও তিনি দিল্লি কোর্টে মানহানির মামলা করেছেন। খবর হিন্দুস্থান টাইমস। ছরের শুরু থেকে সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকা ঘুসের মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রীর। এই প্রতারণার মামলায় রয়েছে নোরার নামও। আর সেটার সূত্র ধরেই তিনি নোরার এই মামলা দিল্লি কোর্টে। […]