তাড়াশে পানি বৃদ্ধির কারনে জমে উঠেছে নৌকার হাট
বন্যার পানি বৃদ্ধির সাথে যাতায়াতের একমাত্র মাধ্যম হল নৌকা। আর তাই সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের প্রসিদ্ধ নওগাঁ নৌকার হাটে নানা আকারের নৌকাও সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য। পানি বাড়ায় নৌকার চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন নৌকার কারিগরেরা। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বসে নওগাঁ হাট। নওগাঁ জিন্দানী কলেজ সংলগ্ন ফাঁকা এলাকায় বসে শত বছরের ঐতিহ্যবাহী এই হাট। […]