দর্জি-দ্যা টেইলর” নাটকে জুটি বাঁধলেন মোস্তাক আরফিন ও নৌশিন নাহার
মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধিঃ জহুরুল ইসলাম জনি এবার নির্মাণ করলেন “দর্জি,দ্যা টেইলর” শেরপুর জেলার নন্নী ইউনিয়নের বন্ধধারা গ্রামের মনোমুগ্ধকর গ্রামীন লোকেশনে “দর্জি…দ্যা টেইলর” নাটকটির শুটিং চিত্রায়ন সম্পন্ন হয়েছে। “দর্জি…দ্যা টেইলর” নাটকটির কাহিনী,চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন দেশের জনপ্রিয় গীতিকার জহুরুল ইসলাম জনি। নাটকটিতে দর্জি চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা এম এইচ মোস্তাক আরেফিন, […]