সুইডেনের সরকার প্রধানের পদত্যাগ
সুইডেনের প্রধানমন্ত্রী ও দেশটির ক্ষমতাসীন দল স্যোসাল ডেমোক্রেটসের নেতা ম্যাগডালিনা অ্যান্ডারসন পদত্যাগের ঘোষণা করেছেন। দেশটির ডানপন্থি দলগুলোর একটি দুর্বল ব্লকের কাছে পরাজয় মেনে নিয়ে তিনি সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। খবর গার্ডিয়ান। প্রধানমন্ত্রী ম্যাগডালিনা সংবাদ সম্মেলনে জানান, তার দল স্যোসাল ডেমোক্রেটস (এসডি) সুইডেনের সবচেয়ে বড় দল। দলটির ৩০ শতাংশের বেশি ভোট রয়েছে। অন্যদিকে পার্লামেন্টে […]