সালমানের শো’তে আত্মহত্যার চেষ্টা
সালমান খানের পরিবেশনায় বিগ বস একটি জনপ্রিয় শোতে পরিণত হয়েছে। সালমান খানের ভক্তকুল ছাড়াও এই শোয়ের আলাদা এক জনপ্রিয়তা রয়েছে। সেই শোতে আত্মহত্যার চেষ্টা করায় শো থেকে বাদ পড়েছেন আফসানা খান নামের এক প্রতিযোগী। ফলে একদিনেই দুই প্রতিযোগী বিদায় নিলো বিগ বস ১৫-র মঞ্চ থেকে। এর আগে স্বাস্থ্য খারাপ হওয়ায় রাকেশ পাপাট নামের এক প্রতিযোগীকে […]