বিশ্বের দ্বিতীয় পর্বতশৃঙ্গ কে টু জয় করেছেন বাংলাদেশি নারী নাজরীন
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে টু জয় করেছেন ওয়াসফিয়া নাজরীন। প্রথম বাংলাদেশি হিসেবে পাকিস্তানের ওই পর্বতশৃঙ্গে পা রাখলেন তিনি। শুক্রবার (২২ জুলাই) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করে। যে দলের সঙ্গে ওয়াসফিয়া কে টু জয় করেছেন সেটির প্রতিষ্ঠান এলিট এক্সপেডও শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টে এ খবর জানিয়েছে। তাদের পোস্টে বলা হয়, সাফল্যের হার […]