সবার আগে ইসলাম গ্রহণকারী পাঁচ সাহাবি
সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী পাঁচ সাহাবি হলেন—খাদিজা (রা.), আলী ইবনে আবি তালিব (রা.), জায়েদ ইবনে হারিসা (রা.), আবু বকর সিদ্দিক (রা.) ও উসমান গনি (রা.) সবার আগে ইসলাম গ্রহণকারী পাঁচ সাহাবি আল্লামা ইবনে ইসহাক (রহ.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.)-এর ওপর সর্বপ্রথম ঈমান গ্রহণ করেন খাদিজা (রা.)। পুরুষদের ভেতর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আলী ইবনে আবি তালিব (রা.)। […]