ভারতে এক ব্যক্তির কিডনিতে মিলল ২০৬ পাথর
৫৬ বছরের এক ব্যক্তিকে অপারেশন করে কিডনি থেকে ২০৬টি পাথর অপসারণ করেছেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দ্রাবাদে। জানা গেছে, ছয় মাস তীব্র যন্ত্রণা ভোগের এবার স্বস্তি পেয়েছেন এই পুরুষ। আওয়ারে গ্লেনেগলস গ্লোবাল হাসপাতালের চিকিৎসকেরা ভিরামাল্লা রামালাকসমাইয়ার কিডনি থেকে এসব পাথর অপসারণ করেন। নালগোন্দা এলাকার এই বাসিন্দার পেটে কিহোল সার্জারি করা হয়। এর আগে তিনি স্থানীয় […]