নড়াইলে পানের বরজে আগাছা নাশক দিল দুুুর্বৃত্তরা।
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনভাগ গ্রামে দু’টি পানের বরজে দুর্বৃত্তরা আগাছা নাশক ছিটিয়েছে।এতে দু’টি কৃষক পরিবারের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষক ইমরান ও আমিরুল মোল্যা জানান, রবিবার ঝড়ের রাতে পানের বরজে আগাছা নাশক দেয়া হয়। এই নাশকতার ঘটনায় জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলেছি।ক্ষতিগ্রস্থ পরিবার দু’টি এ বর্বরতার দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেছেন। পুলিশ ও […]