আমি তো মাঠে খেলিই নাই: বাপ্পারাজ
সদ্য সমাপ্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যকরী সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চিত্রনায়ক বাপ্পারাজ। তবে ভোটে পাস করতে পারেননি। এ অভিনেতা পেয়েছেন ১১৭ ভোট। নির্বাচনের পরাজয়ের বিষয়ে তিনি গণমাধ্যমে বলেছেন, আমি তো মাঠে খেলিই নাই, হারলেই কী, জিতলেই কী। মাঠে নেমে যদি আমি খেলাতাম, তবেই না হার-জিতের কথা ছিল। নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমি […]