ইরাকের নির্বাচনে এগিয়ে মোক্তাদা আল সদরের দল
ইরাকের পার্লামেন্ট নির্বাচনের এ পর্যন্ত প্রকাশিত ফলাফলে শিয়া মুসলিম ধর্মীয় নেতা মোক্তাদা আল-সদরের দল সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছে। প্রাথমিক ফলাফল দেখিয়েছে, সুন্নিদের তাকাদ্দুম জোট দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে। শিয়া নেতৃত্বাধীন দলগুলোর মধ্যে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির দল দ্বিতীয় স্থানে আছে। ভোটের প্রাথমিক ফলাফল, কর্মকর্তা ও সদরের দলের একজন মুখপাত্রের বরাতে এসব খবর জানিয়েছে […]