বিরামপুরে পাড়া মহল্লায় পিকনিকের ঘনঘটা
মোঃ নয়ন হাসান,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ শুক্রবার রাতে দুই হভিওয়েট দলের ফুটবল খেলা দেখার উপলক্ষ্যে বিরামপুর শহরে ও গ্রামাঞ্চলে শুরু হয়েছে উৎসবের আমেজ। গ্রাম-শহর, বিভিন্ন পাড়া মহল্লা ও রাস্তার মোড়ে মোড়ে চলছে পিকনিকের আয়োজন। শুক্রবার দিনভর শহরের মাংশ ও মুরগির দােকানগুলোতে ছিলো উপচে পড়া ভিড়। পৌর শহরের পূর্বপাড়া মোড়ের সোহাগ জানান, শুক্রবার রাত ৯ টায় ব্রাজিল […]