এক রোগীর পিত্তাশয় থেকে বের করা হলো ১৪৪০টি পাথর
ভারতের পশ্চিমবঙ্গের এক রোগীর পিত্তাশয় থেকে ছোট-বড় মিলিয়ে এক হাজার ৪৪০টি পাথর বের করা হয়েছে। গত রবিবার হুগলি জেলার তারকেশ্বরের চাঁপাডাঙার একটি বেসরকারি নার্সিং হোমে অস্ত্রোপচারের মাধ্যমে পাথরগুলো বের করেন চিকিৎসকরা। অস্ত্রোপচার করে এত বেশি পাথর দেখে হতভম্ব হয়ে যান চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর সুস্থ আছে ওই রোগী। বিভাসিন্ধু দত্ত নামের ১৭ বছরের ওই তরুণ রোগী […]