পিসি-ল্যাপটপে অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রীন দেখবেন যেভাবে
কম্পিউটারের মনিটরেই দেখা যাবে স্মার্টফোনের পর্দায় থাকা সব তথ্য। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা হালনাগাদ মডেলের স্মার্টফোনে এ সুযোগ মিলে থাকে। বর্তমানে বেশ কিছু মডেলের স্মার্টফোনে বিল্ট-ইন স্ক্রিন শেয়ারিং সুবিধা থাকলেও অ্যাপের সাহায্যে অন্যান্য স্মার্টফোনের পর্দার তথ্যও কম্পিউটারের মনিটরে দেখা যায়। পর্দার তথ্য কম্পিউটারে দেখানোর জন্য প্রথমে স্মার্টফোনে Vysor অ্যাপটি নামিয়ে ইনস্টল করে ইউএসবি ডিবাগিং মোড […]