পূজার সাজ
শরতের শুভ্রতার সঙ্গে মা আসেন সব ভক্তকুলের মাঝে। তাই মাকে বরণ করে নিতে চলে নানা প্রস্তুতি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। নিজেদের সাজসজ্জাতেও তাই চাই বাড়তি সংযোজন। তবে এর সঙ্গে প্রয়োজন আরামের বিষয়টি। সকাল থেকে রাত অবধি নানা আয়োজনে কীভাবে নিজেকে রাখতে পারবেন পরিপাটি পাশাপাশি সম্পূর্ণ আলাদা সাজে তাই জানিয়েছে রূপবিশেষজ্ঞ শোভন সাহা। সকালের সাজ পূজার ক্ষেত্রে […]