টানা ৭০ দিন হেঁটে ভারতীয় যুবক রোহান এখন শেরপুরে
মোঃ শরিফ উদ্দিন,শেরপুর প্রতিনিধি: টানা ৭০ দিন হেঁটে ১৫ শ ৫০০ কিলোমিটার পার করে ভারতীয় যুবক রোহান আগারওয়াল এখন শেরপুর জেলায়। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় যুবক রোহান পার্শ্ববর্তী জেলা জামালপুর থেকে শেরপুর এসে পৌঁছান। নিজ দেশের ২৭টি রাজ্য ভ্রমণ শেষে মহারাষ্ট্রের নাগপুরের রোহান বাংলাদেশের কয়েকটি জেলা ঘুরে শেরপুরে আসেন। জানা যায়, প্লাস্টিকের ভয়াবহতা […]