৪ বছরের শিশুর বুদ্ধিতে বাঁচল মায়ের প্রাণ
জাতীয় জরুরি সেবার মাধ্যমে অ্যাম্বুল্যান্স ডেকে মায়ের জীবন বাঁচিয়েছে চার বছর বয়সী অস্ট্রেলীয় এক শিশু। ওই শিশুর নাম মন্টি ককার। কীভাবে অ্যাম্বুল্যান্স ডাকতে হয় তা একদিন আগেই মায়ের কাছ থেকে শেখে মন্টি। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ার জাতীয় জরুরি সেবা ০০০ নম্বরে কল করে অপারেটরকে মন্টি বলে, ‘মা পড়ে গেছে।’ খবরটি নিশ্চিত করেছে বিবিসি। মার্ক স্মল […]