পুঠিয়ায় বিকাশ প্রতারকচক্র সক্রিয়
মাজেদুর রহমান (মাজদার),পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় বিকাশ প্রতারকচক্র সক্রিয় বলে অভিযোগ উঠেছে। এ চক্র সুকৌশলে তাদের প্রতারণার ফাঁদ পেতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে এক শ্রেণীর নারী-পুরুষনসহ অসংখ্য মানুষ তাদের ফাঁদে ধরা পড়ছে। জানাগেছে, গত বৃহস্পতিবার (৫ অগোস্ট) বিকাশের প্রতারণার ফাঁদে পড়ে শাপলা নামের এক নারী। ওই নারীর বাড়ি চারঘাট উপজেলায়। তিনি বিভিন্ন পণ্য ফেরী করে […]