আবারও প্রতিবেশির বিরুদ্ধে মামলা করলেন অভিনেতা সালমান
বলিউডের ‘ভাইজান’ খ্যাত তারকা অভিনেতা সালমান। তিনি চলতি বছরের শুরুতে এক প্রতীবেশীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। তার পানভেলের ফার্ম হাউজের প্রতিবেশি কেতন কক্করের নামে মামলাটি করেন। জানা গেছে, সালমানের বিরুদ্ধে কেতন ইউটিউবে আপত্তিকর মন্তব্য করেনে। তারই প্রেক্ষিতে মামলা করেন বলিউড ভাইজান। ফের গত শুক্রবার (১২ আগস্ট) হাইকোর্টের দ্বারস্থ হন সালমান খানা। জানা যায়, তার পানভেল […]