পদত্যাগ করলেন টিকটকের বৈশ্বিক নিরাপত্তা প্রধান
টিকটকের বৈশ্বিক নিরাপত্তা প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রোঁলা ক্লতিয়েঁ। সামাজিক মাধ্যমটির সাইবার নিরাপত্তা তদারকি করা ক্লতিয়েঁ নিজ পদ ছাড়লেও প্রতিষ্ঠানটির সঙ্গেই থাকবেন তিনি। ক্লতিয়েঁর থাকার কথা নিজস্ব ওয়েবসাইটের এক মেমোতে টিকটক প্রকাশ করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। ক্লতিয়েঁ বলেছেন, সম্প্রতি বাইটড্যান্স মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপটির নিরাপত্তা দলে বদল আনা এবং ব্যক্তিগত ডেটার ব্যবহার নিয়ে […]