মালয়েশিয়ায় ১৩৪ বাংলাদেশী সহ গ্রেপ্তার ২৩২ জন
মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম)ভোর রাতে মালাক্কায় তিয়াং দুয়াতে একটি যৌথ অভিযানে বাংলাদেশী সহ ২৩২ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এ অভিযান বুধবার রাত ১১ টা থেকে ৩ টা পর্যন্ত চলে। অভিযানে, ২৪ থেকে ৭০ বছর বয়সী বিভিন্ন দেশের মোট ২৩২ বিদেশী নাগরিককে আলাদা আলাদ অপরাধে গ্রেপ্তার করা হয়। মধো রাতের অভিযানে মোট ৩৫৬ জন অভিবাসীদের কাজগজ […]