আত্মহত্যার আগে প্রাক্তন প্রেমিকের সঙ্গে কথা বলেন তুনিশা!
তুনিশা শর্মার মৃত্যুর ঘটনায় নতুন প্রমাণ এসেছে ওয়ালিব পুলিশের হাতে। শনিবার আলিবাবা-দাস্তান-এ-কবুলের সেটেই আত্মহত্যা করেন তুনিশা। আর তাতে নাম জড়িয়েছে অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক শিজান খানের। তুনিশার সঙ্গে তার ছাড়াছাড়ি হয় পনেরো দিন আগেই। একইসঙ্গে কাজ করতেন দুজনে আলিবাবা সিরিয়ালের সেটে। এমনকী, সিজানের মেকআপ রুমেই নিজেকে শেষ করে দেন তুনিশা। যদিও সেই সময় শিজান উপস্থিত ছিলেন […]